চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব পৌরসভাস্থ বরদিয়া আড়ং বাজারের খেয়াঘাট থেকে ১শ’ ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় মতলব পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল তাদেরকে দেখে সন্দেহ হলে মতলব থানা পুলিশকে অবহিত করেন। থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ১শ’ ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে। মাদক ব্যবসায়ীরা হলো- জিহাদ, মিশু, শাহজালাল ও সাগর। তাদের বাড়ি কুমিল্লা জেলার কুমিল্লা দক্ষিণ সদরে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত জানান, বরদিয়া আড়ং বাজার এলাকায় তাদেরকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কাউন্সিলরের সন্দেহ হয়। পরে তিনি থানায় খবর দিলে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে তাদেরকে ফেনসিডিলসহ আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া জানান, আটক চার মাদক ব্যবসায়ীর বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।