চাঁদপুর সরকারি কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী
জার্নাল প্রকাশে আমরা সারাদেশের কলেজগুলোকে উৎসাহিত করছি
মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে নবনির্মিত প্রধান ফটক, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, শেখ রাসেল দেয়ালিকা, বাস্কেটবল মাঠ, মুজিববর্ষের সংখ্যা (মহাভাষনের মহাকবি) ও ‘দি জার্নাল অব চাঁদপুর গভর্মেন্ট কলেজ’ এর মোড়ক উন্মোচন এবং ‘‘আমার চাঁদপুর সরকারি কলেজ” মোবাইল অ্যাপস এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
উদ্বোধন শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে যে একটি জায়গা করা হয়েছে, যেটিকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কর্ণার বলা হচ্ছে, আশা করি শীগগীরই এটিকে হৃদয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, বা চেতনায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কিংবা হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় মুক্তিযুদ্ধ এরকম কিছু একটা নাম হবে। যায়গাটিকে অত্যান্ত সুন্দর ও ভালভাবে করা হয়েছে। এই কলেজের বাস্কেট বলের বিরাট একটি ঐতিহ্য রয়েছে। তার জন্য একটি উন্নত মানের গ্রাউন্ড তৈরী করা হয়েছে।
মন্ত্রী বলেন, বেশ কিছুদিন যাবৎ আমরা চেষ্টা করছিলাম শিক্ষার মান উন্নত করতে হলে জ্ঞান চর্চার সঙ্গে জ্ঞান সৃষ্টি একটি বড় চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। সে জ্ঞান সৃষ্টির অংশ গনসংযোগ। গনংযোগের কাজ নিয়ে জার্নাল প্রকাশ আমরা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উৎসাহিত করছি। গত ১ বছর দেশের বড় বড় কলেজ গুলো থেকে অত্যন্ত উন্নতমানের জার্নাল প্রকাশিত হচ্ছে। আজকে চাঁদপুরেও জার্নাল প্রকাশিত হল।
মন্ত্রী কলেজে পৌঁছলে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার এবং সিনিয়র শিক্ষকবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর তিনি কলেজের নবনির্মিত প্রধান গেইট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি একে একে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী, শেখ রাসেল দেয়ালিকা, বাস্কেটবল গ্রাউন্ড এর শুভ উদ্বোধন করেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান। তিনি চাঁদপুর সরকারি কলেজ কর্তৃক প্রকাশিত মুজিববর্ষের বিশেষ সংখ্যা ‘মহাভাষণের মহাকবি’ এবং ‘দ্যা জার্ণাল অব চাঁদপুর গভমেন্ট কলেজ’ এর মোড়ক উন্মোচন করেন।
চাঁদপুর সরকারি কলেজের আইসিটি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা নির্মিত এডুকেশন মোবাইল অ্যাপস ‘আমার চাঁদপুর সরকারি কলেজ’ এর শুভ উদ্বোধন করেন তিনি। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন বাহারের সঞ্চালনায় প্রফেসর অসিত বরণ দাশ কলেজের সামগ্রিক উন্নয়ন চিত্র ডিজিটাল প্লাটফর্মে শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করেন।
এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহিদ রাজুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।
চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান ভুঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।