বয়সভিত্তিক অনুর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্টে চাঁদপুর জেলা দলের অংশগ্রহণ
জার্সি উম্মোচন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাস্তবায়নে দেশের ১২ জেলা অংশগ্রহণে বয়সভিত্তিক অনুর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ টুর্নামেন্টে চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দল অংশগ্রহণ করেছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্ট উপলক্ষে চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৪ দলের জার্সি উন্মোচন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রিকেট উপকমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, টুর্নামেন্টে ১২ জেলাকে ৩ ভাগে ভাগ করা হয়। চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্রা ও খাগড়াছড়ি মধ্যে ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ১ম খেলায় নতুন বছরের ১ম দিন শনিবার (১ জানুয়ারি) সকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চাঁদপুর বনাম কুমিল্লার সাথে অনুষ্ঠিত হবে।
জার্সি উম্মোচনের সময় ক্রিকেট উপকমিটির কর্মকর্তাবৃন্দসহ খোলায়াররা উপস্থিত ছিলেন।