স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে অভিযান চালিয়ে ৫৬ লিটার অবৈধ সয়াবিন তেল জব্ধ করা হয়েছে। ৫টি দোকানের ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫ মার্চ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। এ সময় বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখায় একটি মুদি দোকানের ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়। সঙ্গে ছিলেন বাজার মার্কেটিং অফিসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া জানান, একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। যা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের ব্যবসায়ীদের হাত থেকে সতর্ক থাকবেন। অভিযান অব্যাহত থাকবে।