ঢাকা, বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৩৫ জেলায় দুদকের হানা : বিআরটিএ অফিস যেন দালালের আখড়

অনলাইন ডেক্স : ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালদের মাধ্যমে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জসহ দেশের ৩৫ জেলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে প্রায় সব বিআরটিএ অফিসে দালাল চক্রের সরব উপস্থিতি পেয়েছে। সেবা পেতে ছদ্মবেশে প্রমাণ মিলেছে ঘুষ লেনদেনেরও।

বুধবার (৭ মে, ২০২৫) দুদকের ঢাকাসহ তাদের জেলা কার্যালয় থেকে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ প্রদানের ক্ষেত্রে ঘুষ লেনদেন, দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ৩৫টি জেলা কার্যালয়ে একযোগে অভিযান পরিচালিত হয়। অভিযান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি এনফোর্সমেন্ট টিম কমিশনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এবং কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - জাতীয়প্রথমপাতা

জনপ্রিয় - জাতীয়প্রথমপাতা