ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১৫০ বোতল ফেন্সিডিলসহ চাঁদপুরের মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লা বরুড়া থানাধীন নলুয়া আসাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৫ ফেব্রুয়ারি শনিবার র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মো. সাকিব হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত আসামি হলো: চাঁদপুর সদর থানার রঘুনাথপুর গ্রামের মোঃ জাকিরের ছেলে মোঃ হাসান (২০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বরুড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর