ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ কোটি দাম ওঠার পর চেয়েছিলাম আর যেন না বাড়ে

চার বছরের মধ্যেই দ্বিপক চাহারের জীবন কত বদলে গেছে। ২০১৮ সালে আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ৮০ লাখ টাকায় দলে নিয়েছিল তাকে। তখন অবশ্য আফসোস করেছেন। মনে হয়েছে নিজের প্রতিভা অনুযায়ী দাম পাননি সেভাবে। আরেকটু দাম হয়তো পেতে পারতেন।

কিন্তু ৪ বছর পর সেই চাহারই নাকি চেয়েছিলেন আর না বাড়ুক তার দাম। কারণটা অবশ্য প্রিয় দল চেন্নাইয়ের প্রতি নিজের ভালোবাসা। বেশ কয়েকটি দলের সঙ্গে লড়াইয়ের পর এবার শেষ অবধি তাকে ১৪ কোটি দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস।

চাহার বলেছেন, ‘চেন্নাইতে ফিরে এসে সত্যিই খুশি এবং আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য মাহি ভাই (ধোনি) ও ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ। অন্য দলে খেলার কথা ভাবতেই পারিনি। আমি শুধু চেন্নাইয়ের হয়ে খেলতে চেয়েছিলাম। আমি জানতাম তারা আমাকে নেবে। শ্রীনি স্যার (এন শ্রীনিবাসন) আমাকে বলেছিলেন, তুমি সারা জীবন হলুদ জার্সিতেই খেলবে।’

কখন নিজের দাম আর না উঠুক চেয়েছিলেন ও কেন, এ নিয়ে চাহার বলেছেন, ‘আমি যখন ১৪ কোটিতে পৌঁছেছিলাম, তখন চেয়েছিলাম, দাম আর না উঠুক। কারণ আমি চেন্নাইতেই খেলতে চেয়েছিলাম। আর চেয়েছিলাম, আমার দল আরও কিছু প্লেয়ার কিনুক।’

সর্বশেষ - খেলাধুলা

জনপ্রিয় - খেলাধুলা