ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ ডিসেম্বর জেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শীর্ষ সংগঠন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ১৩ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ রোটারী ভবনে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত। প্রধান বক্তার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জে.এল. ভৌমিক, দপ্তর সম্পাদক বিপ্লব দেসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। বার্ষিক প্রতিবেদন পেশ করবেন সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

সারাবিশে^ করোনা ভাইরাস এখনো বিরাজমান থাকায় এবং ওমিক্রনের প্রাদুর্ভাব পরিলক্ষিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি রক্ষায় স্বল্প পরিসরে সম্মেলন সম্পন্ন করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিহার করা হয়েছে বড় ধরনের শোডাউন ও র‌্যালি। জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা যায়।

সম্মেলনে জেলা, উপজেলা ও পৌর কমিটির সকল কাউন্সিলরকে যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী ও সদস্য সচিব রঞ্জিত সাহা মুন্না।

সর্বশেষ - চাঁদপুরধর্ম

জনপ্রিয় - চাঁদপুরধর্ম