ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ উইকেট নিয়ে প্যাটেলের ইতিহাস

জন্মভূমির বিরুদ্ধে যেন বাজি ধরলেন অ্যাজাজ ইউনুস প্যাটে! অন্যরা যখন ব্যর্থ মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ১০টি উইকেট একাই নিয়েছেন নিউজিল্যান্ডের এই বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়েন প্যাটেল। কিন্তু যেখানে তিনি এই রেকর্ড গড়েছেন সেখানেই যে তার জান্ম! ১৯৮৮ সালে মুম্বাইয়ের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন এই কিউই অর্থডক্স স্পিনার। তার যখন আট বছর বয়স, তখন তার পিতা-মাতা ভারত ত্যাগ করে নিউজিল্যান্ডে পাড়ি জমান।

আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে ভারত। স্বাগতিকদের সবকটি উইকেট একাই তুলে নিয়েছেন এই বামহাতি স্পিনার। ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৪৭,৫ ওভার, ১২ মেডেন, ২.১৮ ইকোনোমিতে ১১৯ রানে ১০ উইকেট।

টেস্ট ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে এই ইতিহাস গড়লেন প্যাটেল। এর আগে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি ছিল দু’জনের। তার হলেন ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলে।

টেস্ট ক্রিকেটের পথচলার ৭৯ বছর পর কীর্তিটা গড়েছিলেন ইংল্যান্ডের স্পিনার লেকার। ১৯৫৬ সালে ইংলিশ অফস্পিনার প্রথমবার ইনিংসে দশ উইকেট নিয়ে এই কীর্তি গড়েছিলেন। সে বছর ম্যানচেস্টারে অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১.৪ ওভার বোলিং করে ৫৩ রানে ১০ উইকেট নেন লেকার। লেকার ওই টেস্টের দুই ইনিংস মিলে নিয়েছেন ১৯ উইকেট। যে রেকর্ড ক্রিকেটে কখনো ভাঙা হবে কি-না সন্দেহ।

৪৩ বছর পর লেকারের রেকর্ডে ভাগ বসান ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে। ১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২৬.৩ ওভার বোলিং করে ৭৪ রান খরচায় ১০ উইকেট নিয়েছিলেন তিনি। দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে এ রেকর্ড গড়েন ভারতের কিংবদন্তী বোলার। গত ২২ বছর তাদের দু’জনের এই রেকর্ডে কেউই ভাগ বসাতে পারেননি। অবশেষে আজ তৃতীয় বোলার হিসেবে নিউজিল্যান্ডের স্পিনার প্যাটেল এমন কীর্তি গড়লেন।

এটি কেবল বাঁহাতি এই স্পিনারের সেরা বোলিংই নয়, নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসেও এটা সেরা বোলিং ফিগার। ৩৩ বছর আগে রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ডের  হয়ে সর্বোচ্চ ৯ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। এবার তাকেও ছাড়িয়ে গেলেন তার স্বদেশি। ১৯৮৫ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক এই পেসারের নেয়া ৯ উইকেট ছিল নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সেরা বোলিং। ইনিংসে ৯ উইকেট নেয়ার কৃতিত্ব অনেকের থাকলেও মাত্র তিনজন বোলার ইনিংসে দশ উইকেট নেয়ার সুযোগ পেয়েছেন।

প্যাটেল ২০১৮ সালে নিউজল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তিতে আসেন। এটি চিল তার ১১তম টেস্ট। আগের ১০ টেস্টে আহামারি তেমন কিছু ছিল না বল হাতে। ৩২.৪৮ অ্যাভরেজ, ৭০.৩ ওভার স্ট্রাইক রেট ও ও ২.৭৭ ইকোনোমিতে নিয়েছিলেন ২৯ উইকেট।

অবশ্য প্যাটেলের বোলিংয়ের দাম ব্যাট হাতে দিতে পারেনি কিউইরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে অতিথিরা। এখনো ভারতের চেয়ে পিছিয়ে ২৭০ রান। ফলোঅন শঙ্কার সামনে নিউজিল্যান্ড। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন তিনটি ও মোহাম্মদ সিরাজ দুটি উইকেট নিয়েছেন।

এর আগে মায়াঙ্ক আগারওয়ালের ১৫০, অক্ষর প্যাটেলের ৫২ ও শুবমান গিলের ৪৪ রানে ভর করে প্রথম ইনিংসে ৩২৫ রান করে ভারত। টেস্টে চ্রাম্পিয়নশীপের অধীনে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।

 

সর্বশেষ - খেলাধুলা

জনপ্রিয় - খেলাধুলা