স্টাফ রিপোর্টার : হায়রে জীবন, পাশে নেই কেউ। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছেন নিজ বাড়ি চাঁদপুরের মতলব পৌরসভার মোবারকদীতে সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, ফ্লাঃ লেঃ (অবঃ) মরহুম এবি সিদ্দিক-এর স্ত্রী শেফালী সিদ্দিক। বয়স ৮৫। তার কনিষ্ঠ পুত্র জাবেদ সিদ্দিকী পাশে রয়েছেন। মায়ের দেখাশোনা করেন তিনি। এক সময়কার মাঠ কাপানো রাজনীতিবিদ, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধার স্ত্রী এভাবেই দিনের পর দিন পাড়ি দিয়ে যাচ্ছেন। কিন্তু কেউ দেখতে আসেনি তাকে। পরিবার-পরিজন ছাড়া কোনো সদস্যই পাশে নেই। জাবেদ সিদ্দিক জানান, আব্বা থাকতে সবাই আসতেন। আব্বার মৃত্যুর কেউ আর আসেনা। আব্বার মুক্তিযোদ্ধার ভাতাই একমাত্র ভরসা। এভাবেই চলছে আমাদের জীবন-সংসার।