ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মায়ের সামনে শিশুর মৃত্যু

মায়ের সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো শিশু ইব্রাহিম খলিল (৫)। এমন সময় ব্যাটারি চালিত একটি অটোরিকশা ইব্রাহিমকে চাপা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

১৩ নভেম্বর শনিবার সন্ধ্যার আগে ঘটনাটি ঘটে হাজীগঞ্জ বাকিলা ইউনিয়নের বাকিলা চাপাতলি সড়কের সন্না গ্রামে। নিহত ইব্রাহিম খলিল মধ্য সন্না খাঁন বাড়ির মাওলানা ইলিয়াস খাঁ’র ছেলে।

প্রত্যক্ষদর্শীদের দাবি ওই চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। অটোরিক্সা চালক মধ্য সন্না মিজি বাড়ির মৃত ইদ্রিস মিজির ছেলে ইউনুস মিজি (৫০)। ঘটনার পরে তিনি পালিয়ে গেলে ও আটোরিকশাটি আটকে রাখে স্থানীয়রা।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ - হাজীগঞ্জ

জনপ্রিয় - হাজীগঞ্জ