ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর হাতে ‘পুরুষত্ব’ হারালেন এসআই, অবস্থা সংকটাপন্ন

রাজশাহী মহানগর পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন বলে তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। বৃস্পতিবার বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পরে এসআই ইফতেখার আল-আমিনের স্ত্রীকে আটক করা হয়েছে। আল-আমিন নগরীর বোয়ালিয়া থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

এদিকে গুরুতর আহত অবস্থায় এসআই ইফতেখার আল-আমিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, পারিবারিক কলহের জের ধরে এসআই ইফতেখার আল আমিনের স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। তাকে আটকও করা হয়েছে। তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রামেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, ধারালো কিছু দিয়ে এসআই ইফতেখার আল-আমিনে বিশেষ অঙ্গ দুই ভাগ করে দেওয়া হয়েছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ