অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরীক দল জাতী সমাজতান্ত্রিক দল (জাসদ)।
রোববার (৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় ইসি ভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অংশ নিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার সেখানে যাচ্ছেন।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার জাগো নিউজকে বলেন, ‘নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ চাই। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা করবো।’
জানা গেছে, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা, সাধারণ সম্পাদক শিরীন আখতারের ফুলগাজী এবং গাইবান্ধা সদরে দলটির সক্রিয় প্রার্থী রয়েছে।
কুষ্টিয়া এবং গাইবান্ধার অনেক ইউপি চেয়ারম্যানও জাসদের। এসব এলাকায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হলে জাসদ জয়ী হবে বলে দাবি দলের নেতাদের।