ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের মায়ের কুলখানি

সাবেক সেনাপ্রধান জেনারেল আঃ আজিজ আহমেদ এর মাতা মরহুমা রেনুজা বেগমের কুলখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মরহুমা রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবারবর্গ। উপস্থিত সকল মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ভোজে অংশ গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন’সহ জেনারেল আজিজ আহমেদ এর পরিবারের সদস্যসহ স্থানীয়রা।

উল্লেখ্য, সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের মাতা রেনুজা বেগম গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সর্বশেষ - মতলব উত্তর

জনপ্রিয় - মতলব উত্তর