স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লক্ষ্মী রাণী দাস তারার তৃতীয় মৃত্যুবার্ষিকী ২৫ ফেব্রুয়ারি নিজ বাড়ি মতলব পৌসভার নিজ বাড়ি দশপাড়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে পারিবারিকভাবে লক্ষ্মী রাণী দাসের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।