ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাজেদুল হাসান বাবু বাতেনকে পুনর্বিবেচনা করে নৌকা প্রতীক প্রদানের লক্ষে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাজেদুল হাসান বাবু বাতেন তৃণমূল নেতাকর্মীদের সব সমর্থন পেয়েও নৌকা প্রতীক পান নি। তৃণমূলের দাবি পুনবিবেচনা করে সাজেদুল হাসান বাবু বাতেনকে নৌকা প্রতীক প্রদানের দাবিতে মানববন্ধন করে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
বুধবার বিকাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে আয়োজিত মানববন্ধন ও মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃতলাল নাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তা আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের ইউনিয়ন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তৃণমূলের সকল নেতাকর্মী সাজেদুল হাসান বাবু বাতেনকে সমর্থন করেছি। কিন্তু পরবর্তীতে সাজেদুল হাসান বাবু বাতেনকে নৌকা প্রতীক দেওয়া হয়নি। তাই আমরা চাই তৃণমূলের জনপ্রিয় নেতা সাজেদুল হাসান বাবু বাতেনকে পুণবিবেচনা করে নৌকা প্রতীক দেওয়া হোক। আমাদের একটাই দাবি।
পরে সুজাতপুর ডিগ্রি কলেজ মাঠে বিক্ষোভ মিছিল করে নেতৃবৃন্দ।

সর্বশেষ - Uncategorizedমতলব উত্তর

জনপ্রিয় - Uncategorizedমতলব উত্তর