ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিব-মুস্তাফিজের আইপিএলে ভিত্তিমূল্য ২ কোটি রুপি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবশেষ মৌসুমটা ভাল কাটেনি সাকিব আল হাসানের। তারপরও ভারতের আইপিএল ফ্রাঞ্চাইজি লিগের নিলামে আছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। রয়েছেন গতবছরটা দারুণ কাটানো মুস্তাফিজুর রহমানও। তাদের দুজনেরই ভিত্তি মূল্য ২ কোটি রুপি।

সব ঠিক থাকলে আইপিএল নিলাম হবে বেঙ্গালুরুতে, ১২ ও ১৩ ফেব্রুয়ারি। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে ৯ ক্রিকেটার রয়েছেন নিলামে। সব মিলিয়ে আছেন ১২১৪ জন ক্রিকেটার। গতবার ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর মুস্তাফিজকে ১ কোটি রুপিতে নাম লেখান রাজস্থান রয়্যালস। এরমধ্যে সাকিব ৮ ম্যাচে খেলে নেন মাত্র ৪ উইকেট। ব্যাট হাতে করেন মাত্র ৪৭ রান। হতাশাতেই সবশেষ আইপিএল কেটেছে এই অলরাউন্ডারের।  তবে মুস্তাফিজ ছিলেন দারুণ সফল। ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। অবশ্য রান একটু বেশিই দিয়েছিলেন। তারপরও এই পেসার উইকেট শিকারে দেখিয়েছেন দক্ষতা।

সর্বশেষ - খেলাধুলা

জনপ্রিয় - খেলাধুলা