ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘সম্প্রীতির বন্ধন’ উৎসব অসাম্প্রদায়িক চেতনা বিস্তার করবে : অসিত বরণ দাশ

মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গুনিজনদের সম্মাননা ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বরলিপি নাট্যগোষ্ঠীর আয়োজনে এবং গ্যালাক্সী রিসোর্ট লি. নিবেদিত সপ্তাহব্যাপী ‘সম্প্রীতির বন্ধন’ উৎসবের ৩য় দিন। রবিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

সন্ধ্যায় সবার ‘উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ বিষয়ে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ। তিনি বলেন, এর গভীরতাটা  অনেক কিছুকেই ধারণ করে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আসলে সত্য কথা। সমাজের সবকিছুই এই কথাটা ইঙ্গিত করছে। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতে হবে। আমরা সমাজের সামগ্রিক উন্নয়নের কথা বললে মানুষের সাথে মানুষের সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে। মানুষের পাশে মানুষ থাকতে হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা বিস্তার করবে।

স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এমআর ইসলাম বাবু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া।

এসময় গুনিজন সম্মাননা পর্বে সম্মাননা প্রদান করা হয় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাত, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া। সম্মাননা শেষে সম্মাননাপ্রাপ্তরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। এর আগে বিকালে ও পরে রাতে একইস্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর