ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের তিন সদস্য।

স্থানীয় এলাকাবাসী জানান, নিহত তোফায়েল মিয়া এবং শহীদ মিয়া সম্প্রতি সংগঠিত কমলগঞ্জ উপজেলার ব্যবসায়ী ও যুবলীগ নেতা নাজমুল হাসান হত্যা মামলার এজাহারভূক্ত আসামি।

র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, আজ রবিবার ভোর রাতে শ্রীমঙ্গলের মাইজদী পাহাড়ি এলাকায় টহল কালে কতিপয় সন্ত্রাসী র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের দুই যুবককে তারা পড়ে থাকতে দেখেন।

আহত অবস্থায় গুলিবিদ্ধ এই দুই সন্ত্রাসীকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে তারা জানান ।

নিহত যুবকদের মৃতদেহ শ্রীমঙ্গল থানায় একটি এ্যম্বুলেন্সের ভিতরে রাখা হয়েছে। সুরতহাল শেষে তাদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য- গত ৩১ অক্টোবর দুপুর ২টার দিকে কমলগঞ্জ চৈত্রঘাট বাজারে দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ওই এলাকার ব্যবসায়ী নাজমুল হাসানকে। পরে হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের ভাই শামসুল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৪ নবেম্বর ভোরে ঢাকার কমলাপুর এলাকা থেকে নাজমুল হাসান হত্যা মামলার মূল আসামি তফাজ্জল আলীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। বাকীরা পলাতক রয়েছে।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ