ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হয়েছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে সদস্য সংগ্রহ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে শুরু হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সদস্য সংগ্রহ কার্যক্রম কর্মসূচি। ১১ জানুয়ারি মঙ্গলবার রাতে সংগঠনের জেলার কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুর রহমান বলেন, আমরা সংগঠনিক সিদ্ধান্তে নতুন সদস্য নেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি। তার আনুষ্ঠানিকতার অংশ হিসেবেই সদস্য সংগ্রহ করতে সাংগঠনিক সদস্য ফরম বিক্রি শুরু করেছি। মাঠ পর্যায়ের জেলা সদরের যে কোন সাংবাদিক নির্ধারিত ১ হাজার টাকার ফি দিয়ে এই সদস্য ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম সংগ্রহ ও জমাদানের শেষ সময় চলতি জানুয়ারী মাসের ২০ তারিখ পর্যন্ত।
জানা যায়, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুরের কার্যকরী কমিটির যে কেউ নতুন সদস্য নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন। সদস্য ফরম জমাদানে কমিটির ১ জন প্রস্তাবকারী এবং ১ জন সমর্থণকারীর স্বাক্ষর ও সংশ্লিষ্ট স্থানীয় দৈনিকে কমপক্ষে ৩ বছরের কাজ করার অভিজ্ঞতার প্রত্যয়ন পত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র অবশ্যই সদস্য ফরমের সাথে সংযুক্ত করতে হবে।

সর্বশেষ - চাঁদপুরসমসাময়িক

জনপ্রিয় - চাঁদপুরসমসাময়িক