চাঁদপুরে আশংকাজনক হারে বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গরু মালিকরা রাত জেগে পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না গরু চুরি। গত ৬ মাসে চাঁদপুরে বিভিন্নস্থান থেকে ৩০টির অধিক গরু চুরি হয়েছে। এরকমই ঘটনা ঘটেছে শিলন্দিয়া এলাকার জনৈকা রুমা বেগমের গোয়াল ঘর থেকে। জনৈকার গোয়াল ঘর থেকে ৩ টি গরুর চুরি ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে শিলন্দিয়ার ১৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ব্যাপারে জনৈকা রুমা বেগম চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেন।
সাধারণ ডায়েরী থেকে জানা যায়, গত ৬ জানুয়ারি ভোর রাতে শিলন্দিয়া ১৪ নং ওয়ার্ডে জনৈকা রুমা বেগম এর গোয়াল ঘরের তালা কেটে ২টি দুধের গরু ও ১ টি বাছুর মোট ৩টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। এই দুধ বিক্রি করে জনৈকার সংসার চলতো বলেও জানা যায়।
সাধারণ ডায়েরী থেকে আরো জানা যায়, ঘটনার দিন কে বা কাহারা গরু ঘরের তালা ভেঙ্গে ও গরুর শিকল ভেঙ্গে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। গরূ চুরির আগে জনৈকা রুমা বেগমের ঘরের বাহির থেকে দরজা বন্ধ করে রাখে চোর চক্র।