ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র পক্ষ থেকে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সুলতানা রাজিয়া নিজ অর্থায়নে ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে দক্ষিণ গুনরাজদী পৌর ১১ নং ওয়ার্ড হাওলাদার বাড়ীতে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীর উপস্থিতিতে ৩ শতাধিক দুস্থ ও শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর থানা মহিলা আওয়ামীলীগের সদস্য কানিজ আয়সা কবিতা, পৌর মহিলা মহিলা আওয়ামীলীগের সদস্য আয়শা হাসান সেমলী, নাজমা আক্তার, রোকসনা আক্তার, সাজেদা মুক্তা, শামিম আরা মুন্নি, সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর