স্টাফ রিপোর্টার : পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনকে বদলি করা হয়েছে। তদস্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মাদ জাহিদুর রহমানকে পদায়ন করা হয়েছে। গত ৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনকে চাঁদপুরের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি’র একান্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। আর আশ্রয়ণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মাদ জাহিদুর রহমানকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন গত ২০১৯ সালে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মতলব উত্তরের উপজেলা নির্বাহী অফিসার পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।