ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তিতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শাহরাস্তিতে অনুমতিবিহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন।

জানা যায়, শাহরাস্তি উপজেলার কচুয়া-হাজীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার গুলপুরায় গাউছুল আজম-২ ইটভাটায় অবৈধভাবে ইট তৈরি করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন জানান, লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুত ও ব্যবসা পরিচালনার অপরাধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩)’-এর বিভিন্ন ধারায় ইটভাটার মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ - শাহরাস্তি

জনপ্রিয় - শাহরাস্তি