ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লিভ টুগেদার করা ১৩৫০ যুগলকে স্টেডিয়ামে এনে গণবিয়ে

তারা মনের মানুষ খুঁজে পেয়েছেন। ভালোবেসে থাকছেন এক ঘরে। স্বামী-স্ত্রীর মতো মিলেমিশে বইছেন জীবন-সংসার। তবু তারা স্বামী-স্ত্রী নন। কারণ, তাদের যে সম্পর্কের দলিল হয়নি। সমাজ তাই নিন্দা করে। সরকারের নানা সুবিধা থেকেও তারা বঞ্চিত।

লিভ-ইন রিলেশনশিপে থাকা এমন যুগলের সংখ্যা কম নয়। তাদের কেউ কেউ অর্থনৈতিক সমস্যায়, কেউবা নিছক আলস্যে বিয়ের সার্টিফিকেটটা নেননি। ফলে নানা সমস্যায় পড়ছিলেন। এমন প্রায় এক হাজার ৩৫০ যুগলের সমস্যার দিন ফুরালো।

জানা গেছে, বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে রীতিনীতি মেনেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন গ্রামীণ বিকাশ বিভাগের সচিব এন এন সিনহা।

এই বিষয়ে এন এন সিনহা জানান, অনেকেই অর্থনৈতিক সমস্যায় বা অন্যান্য কারণে বিয়ে করতে পারেন না। আর সেই কারণে বিয়ে ছাড়াই একসঙ্গে থাকতে বাধ্য হন তারা। আর শুধু তাই নয়, দাম্পত্য সম্পর্ক ছাড়া তাদের সমাজেও স্বীকৃতি পেতে অসুবিধা হয়। তাছাড়া এর ফলে সরকারি প্রকল্পগুলোর সুবিধাও পান না তারা।

জেলাশাসক শশী রঞ্জন জানান, এই নবদম্পতিদের সমস্ত কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি তাদের বিবাহের রেজিস্ট্রেশনও সুরক্ষিত করা হবে। আগামী দিনে তাদের রেজিস্ট্রেশনের সার্টিফিকেটও দেওয়া হবে বলে জানা গেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

জনপ্রিয় - আন্তর্জাতিক