ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রোটারী ক্লাব অব মতলবের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের রোটারী ক্লাব মতলব-এর সাপ্তাহিক সভা ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় রোটাঃ আফরোজা খাতুনের চাঁদপুরস্থ নিজ বাসায় অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব মতলব-এর প্রেসিডেন্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চার্টার প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ একেএম মাহবুবুর রহমান, চার্টার সেক্রেটারী রোটাঃ মোফাজ্জল হোসেন, ফাস্ট প্রেসিডেন্ট রোটাঃ আফরোজা খাতুন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, ট্রেজারার রোটাঃ মনির হোসেন, ক্লাব মেম্বার রোটাঃ ফারহানা আক্তার রুমা, রোটাঃ উত্তম কুমার ঘোষ, রোটাঃ হেদায়েত উল্লাহ, রোটাঃ সজল ঘোষ ও রোটাঃ শাহীন ভূঁইয়া। গেস্ট হিসেবে পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রধানসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরে চাঁদপুরস্থ হোটেল রেডচিলিতে সকল সদস্যদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - চাঁদপুরচাঁদপুর সদর

জনপ্রিয় - চাঁদপুরচাঁদপুর সদর