ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় ডলারের ছড়াছড়ি

রাস্তাজুড়ে ডলারের বৃষ্টি! এ প্রান্ত থেকে ও প্রান্ত- যতদূর চোখ যায়, রাস্তায় শুধু পড়ে রয়েছে নোট! না, কোনো সিনেমার দৃশ্য নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। আর সেই ডলার কুড়াতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভাইরালও হয়েছে সেই ভিডিও।

সংবাদমাধ্যমগুলো বলছে, মহাসড়কে হাজার হাজার ডলার পড়ে থাকার এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোতে। সেখানেই একটি মহাসড়ক কার্যত ঢেকে যায় ডলারে! অর্থ সংগ্রহের এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এক মুহূর্ত দেরি না করে আশপাশের সাধারণ মানুষ নেমে পড়েন রাস্তায়।

সংবাদমাধ্যম বলছে, একটি ট্রাকে করে সান দিয়াগো থেকে ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশনে (এফডিআইসি) এই অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে কোনোভাবে ট্রাকের একটি দরজা খুলে যায়। আর এতেই ছড়িয়ে পড়ে হাজার হাজার ডলার। মূলত ১ ডলার এবং ২০ ডলারের নোটই রাস্তায় ছড়িয়ে পড়ে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল অফিসার মার্টিন জানান, ‘ট্রাকের একটি দরজা খোলা থাকায় ডলার ভর্তি একটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। সেই ব্যাগ ফেটেই রাস্তায় ছড়িয়ে পড়ে ডলার।’

এমনকি প্রমাণ হিসেবে ভাইরাল হওয়া ভিডিও ব্যবহার করা হবে বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

জনপ্রিয় - আন্তর্জাতিক