অনলাইন ডেস্ক : চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া খন্দকার বাড়িতে রাবেয়া বেগম গং ও ইয়াসিন গং-এর মধ্যে একটি সম্পত্তি নিয়ে প্রায় তিন যুগ ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার মাপজরিপ ও সালিসি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
সম্প্রতি রাবেয়া বেগম গং-এর দাবি করা সম্পত্তির ওপর জোরপূর্বক রাস্তার মাটি কাটতে গেলে রাবেয়া বেগমকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে গত ৫ মে ২০২৫ তারিখে থানায় এক সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১৭ মে ২০২৫ তারিখে রান্ধুনীমুড়া মৌজার সিএস খতিয়ান অনুযায়ী ৪৪৫ দাগের খরিদ ও পৈতৃক সম্পত্তির মাপজরিপ করা হবে। মাপজরিপের সময় উভয় পক্ষের সালিশগণ উপস্থিত থাকবেন। মাপজরিপ শেষে সংশ্লিষ্ট কাগজপত্র থানায় জমা দিয়ে, তা উভয় পক্ষের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, উক্ত সম্পত্তি নিয়ে বারবার মাপজরিপ ও সালিসি বৈঠক হলেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ফলে এ বিষয়ে এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।