শেরপুরের শ্রীবরদী উপজেলার রানিশিমূল ইউনিয়নে জমি নিয়ে বিবাদের জেরে বুধবার (৯ মার্চ) দুপুরে বড় ভাই আমিনুর রহমান বেলা (৫৮) ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহত দুলাল মিয়া (৪৮) হিন্দুপাড়ার মৃত ছালাম ফকিরের ছেলে। এ ঘটনায় পুলিশ ভাই বেলা ও তার অপর ভাই লিটন মিয়াকে আটক করেছে।
জানা গেছে, গার্মেন্টকর্মী দুলাল মিয়া সপরিবারে গাজীপুরে থাকেন। ১৫ দিন আগে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে বাড়িতে আসেন। পৈত্রিক ভিটেতে তিনি ঘর তোলার সিদ্ধান্ত নেন। বুধবার সকালে বাড়ির পাশে এজমালি খালি জায়গায় ঘর তুলতে গেলে বড় ভাইয়ের সঙ্গে তার তর্কাতর্কি হয়। বেলা সাড়ে ১১টার দিকে দোয়া পড়ে ঘরের কাজ শুরু করার প্রস্তুতি নেয় মিস্ত্রি।
দোয়া শেষে দুলাল মিয়া তবারকের বিস্কুট খাওয়ানোর জন্য বড় ভাইয়ের ঘরে ঢুকে। এ সময় বড় ভাই বিস্কুট খাবে না বলে ছোট ভাইকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। এ নিয়ে ফের তর্কাতর্কি শুরু হলে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে আমিনুর ছোট ভাইকে কোপাতে থাকে।
পরে তার চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা এসে গুরুতর দুলালকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা দুলালকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে ঘাতক আমিনুর রহমান বেলা ও তার ছোট ভাই লিটনকে আটক করে এবং রক্তমাখা দা, জামা আলামত জব্দ করে।
থানায় আটক বেলা ভাই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমি বড় ভাই, আমি কথা বলি ভালোভাবে। কিন্তু দুলাল আমারে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। রাগ সামলাবার পারি নাই, কুপ দিছি মইরা গেছে। অহন আফসোস হইতাছে।’
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, বড় ভাই আমিনুর ছোট ভাই হত্যার কথা স্বীকার করেছেন। তাৎক্ষণিকভাবে ঘাতক এবং তার ছোট ভাইকে আটক করা হয়েছে। সুরতহাল করে মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের তরফ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।