ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সেচ কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ২০২২ সেচ মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১ জানুয়ারি শনিবার সকালে উদামদী পাম্প হাউসের সুইচ টিপে সেচ উদ্বোধন করা হয়।

মেঘনা-ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদারের সভাপতিত্বে ও মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-বিভাগীয় প্রকৌশলী ওহেদুজ্জামান, পানি সম্প্রসারন পরিদর্শক মোসলিম উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান, এখলাছপুর পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি আয়াত আলী, বাইশপুর পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি বাবুল মিজি, ১২গ্রাম পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ইয়াছিন মোল্লা প্রমুখ।

আলোচনা, মিলাদ ও দোয়ার পর সুইচ টিপে সেচ উদ্বোধন করেন মেঘনা-ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার।

নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, কৃষকের সঠিক সময়ে আমরা পানি সেচের উদ্বোধন করেছি। কৃষক যাতে প্রয়োজনীয় পানি সেচ পায় সে ব্যবস্থা করা হবে।

সরকার আলাউদ্দিন জানান, কৃষকের সমস্যা ও সমাধান নিয়ে আমরা কাজ করি। পাম্পগুলো কোনোপ্রকার সমস্যার সৃষ্টি না করলে কৃষকদের পানির সমস্যা হবে না।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ