স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট কলেজে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। গত ৩১ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে মুন্সিরহাট কলেজের ৫০ জন একাদশ শ্রেণীর ছাত্রী নিয়ে তথ্যকেন্দ্র মতলব দক্ষিণের অক্টোবর মাসের ২য় উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। উঠোন বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডাঃ নিগার সুলতানা। এছাড়াও বক্তব্য দেন মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক। সঞ্চালনা করেন তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা খাতুন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন তথ্যসেবা সহকারীগণ। বৈঠকে ‘কৈশোর প্রজনন স্বাস্থ্য, কৈশোরকালীন পুষ্টি ও স্বাস্থ্য পরিচর্যা এবং কখন বিবাহ হওয়া উচিত’ বিষয়ে আলোচনা করা হয়।