ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাতৃভাষা দিবসে জীবন দীপের রক্তদান কর্মসূচি

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে জীবন দীপের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি রাতে রক্তদান কর্মসূচি পালন করা হয়। এ সময় স্বেচ্ছায় এবি পজিটিভ রক্ত দান করেন যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালত, চাঁদপুর-এর বেঞ্চ সহকারী মোঃ আনিছুর রহমান। চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাস (৮০) কে আনিছুর রহমান স্বেচ্ছায় রক্ত দান করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবন দীপের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণ-এর বার্তা সম্পাদক শ্যামল চন্দ্র দাস, জীবন দীপের সদস্য তাপস আইস, জীবন দীপের সদস্য মোঃ ইসমাইল খান, জালাল উদ্দীন খান ও রোগীর আত্মীয়সহ অন্যান্যরা।

সর্বশেষ - চাঁদপুরচাঁদপুর সদর

জনপ্রিয় - চাঁদপুরচাঁদপুর সদর