স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব সরকারি ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির উদ্যোগে আয়োজিত আগামী ১২ ফেব্রুয়ারির পুনর্মিলনী (মিলন মেলা) ২০২২ অনুষ্ঠান বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থগিত করা হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তবে অনুষ্ঠানের জন্য অনলাইন নিবন্ধন প্রক্রিয়া চালু রয়েছে। সকল প্রাক্তন শিক্ষার্থীদের অন লাইন নিবন্ধন করার জন্য আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি মোঃ আবুল বাশার পাটোয়ারী ও সাধারণ সম্পাদক এস এম সেলিম।