ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে ব্রহ্মাপূজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও শ্রীশ্রী ব্রহ্মাপূজা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ সকালে পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ করা হয়। সকাল থেকে পূজা চলাকালীন সময় পর্যন্ত বাজারের ও কলাদী গ্রামের সনাতন ধর্মালম্বীরা আগুনের চুলা জ¦ালানো বন্ধ রাখেন। পূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, সহ-সভাপতি সুকুমার ঘোষ, রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাস, জেলা জাগো হিন্দু পরিষদের সভাপতি রোটাঃ সজল ঘোষ, ব্রহ্মাপূজা মন্ডপের স্বপন সাহা, জনার্ধন ঘোষ, মহাদেব ঘোষ, সঞ্জয় ঘোষ প্রমুখ। এ সময় শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ