স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দিরে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য মতলবের নারাণপুরের কৃতি সন্তান বাবু নির্মল গোস্বামীর শুভ জন্মদিন পালিত হয়েছে। ১৫ নভেম্বর সন্ধ্যায় জাগো হিন্দু পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা কমিটির আহ্বায়ক রোটাঃ সজল ঘোষের ব্যক্তিগত উদ্যোগে বিশেষ প্রার্থনা ও ভক্তদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় বাবু নির্মল গোস্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাধা কৃষ্ণ সাহা, মন্দিরের সেবাইত অজিত চক্রবর্তীসহ শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।