স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঐতিহ্যবাহী মতলব শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে ৬৮তম বার্ষিক উৎসব বিশ^শান্তিকল্পে ৬৪ প্রহরব্যাপী অখন্দ শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান মহাঅধিবাসের মধ্য দিয়ে ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়। ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ব্রহ্মমুহূর্ত পর্যন্ত মহাযজ্ঞ অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৯টি কীত্তর্ণীয়া দল অংশগ্রহণ করেন। দলগুলো হচ্ছে- গৌরনিতাই সম্প্রদায় (মতলব দক্ষিণ), জয় জগানন্দ সম্প্রদায় (বরিশাল), গীতাঞ্জলী সম্প্রদায়-মহিলা (গোপালগঞ্জ), আদিপাগল সম্প্রদায় (বরিশাল), বৈষ্ণব নারায়ণ দে সম্প্রদায় (ভোলা), দ্বাদশ রাখাল সম্প্রদায় (পটুয়াখালী), মানবশক্তি সম্প্রদায় (সিলেট), মা শুভদ্রা সম্প্রদায়-মহিলা (ভোলা) ও বলদেব জু সম্প্রদায় (নোয়াখালী)। এদিকে ১৯ ডিসেম্বর মহাঅধিবাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভাপতি চন্দন সাহা ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ। এ সময় বক্তব্য দেন মতলব শ্রীশ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ,উপজেলা হিন্দু-বৌদ্দ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক বাদল নন্দী। এছাড়া অনুষ্ঠানে শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ৮দিনব্যাপী অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন উৎসব কমিটির সভাপতি চন্দন সাহা ও সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ। উল্লেখ্য, প্রতিদিনই মন্দিরে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে।