স্টাফ রপর্িোটার : আগামী ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে মতলবের মাটি থেকে বিতাড়িত করে মতলবের মুক্তিযোদ্ধারা। সেদিন মতলবমুক্ত হয়। স্থানীয় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহনীর বিরুদ্ধে মতলবের লালারহাট, গোয়ালমারি এবং নাগদাসহ আরো কয়েকটি স্থানে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ৪ ডিসেম্বর পাক দখলদার বাহিনী মতলব ছাড়তে বাধ্য হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন মতলবের ১৮জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এদিকে মতলব মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যৌথ আয়োজনে দিবসটি পালনকল্পে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।