ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণ মডেল মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চলছে

মতলব অফিস : সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাও ৩তলা বিশিষ্ট অত্যাধুনিক মডেল মসজিদের নির্মাণ এগিয়ে চলছে। গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে উপজেলার আইসিডিডিআরবি হাসপাতাল সংলগ্ন একটি সুন্দর মনোরম পরিবেশে ১৩ কোটি ৮ লাখ ৪০ হাজার ৯শ’ ৬৫ টাকা পঞ্চান্ন পয়সা ব্যয়ে এই মডেল মসজিদের নির্মাণ চলছে। স্টার লাইট সার্ভিস লিঃ এম আর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি করছে। এ মডেল মসজিদটি নির্মাণের জন্য মতলববাসী দীর্ঘদিনের দাবি ছিলো। আজ সে স্বপ্ন পুরণ হতে চলছে। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী তন্ময় গোলদার বলেছেন, আগামী ৩০ জুন এর মধ্যে মসজিদটির নির্মাণ কাজ শেষে হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, সারাদেশে একযোগে ১শ’টি মসজিদ উদ্বোধন হবে। এর মধ্যে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার একটি মডেল মসজিদ ও ফরিগঞ্জ উপজেলার একটি মডেল মসজিদও রয়েছে। মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেন, মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদটির কাজ চলছে। অচীরেই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ