ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান

মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মোড়ক উন্মোচন শেষে মোনাজতরত পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমগ্র মতলব আমার অন্তরে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

পর্যায়ক্রমে মতলবের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে : আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল ভিত্তিপ্রস্তরের মোড়ক উন্মোচন করেন। ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় তিনি উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তরের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, এলডিজির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুস হোসেন বিশ^াস। এলজিইডির অর্থায়নে ভবনটি নির্মাণ ব্যয় হবে প্রায় ৯ কোটি টাকা। মোড়ক উন্মোচন শেষে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের পেশ ইমাম মাওলানা মোরশেদুল আলম সিরাজী। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রতিটি উন্নয়ন কাজে স্বচ্ছতা থাকতে হবে। সমগ্র মতলব আমার অন্তরে। মতলবের উন্নয়নে আমি বদ্ধপরিকর। পরিকল্পনা অনুযায়ী সকল উন্নয়নমূলক কাজগুলো করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড সকল ক্ষেত্রে তুলে ধরতে হবে। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। এ ভবনের উন্নয়ন কাজে কোনো অনিয়ম করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই ভবনের কাজ সম্পন্ন করতে হবে। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নুরুল আমিন রুহুল বলেন, পর্যায়ক্রমে মতলবের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এরই ধারাবাহিতায় আজকে আমরা উপজেলা পরিষদের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। যা তৈরি করতে প্রায় ৯ কোটি টাকা খরচ হবে। উপজেলা প্রশাসনের সকল কর্মকাণ্ডে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাসান ইমাম, উপজেলা আওয়ামী লীগের নেতা ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, কমল পোদ্দার, পারভেজ চৌধুরী হানিফ, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রধান, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ, ইসলামাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সাবেক চেয়ারম্যান শাহ মোঃ আল-আমিন, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দি, উত্তম ঘোষ, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, কাউন্সিলর পিন্টু সাহা, কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তফা কামাল রনি, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টার, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।

 

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ