স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়ণপুর বাজারে ভোজ্য তেল নিয়ে অসাধু কার্যক্রম ঠেকাতে এবং সিলিন্ডার গ্যাস নিয়ে অনিয়ম রোধে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালিত হয়েছে। ১০ মার্চ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক নূর হোসেন। ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত কারণে ৮টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় নিরাপত্তা রক্ষায় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই হেলাল ও সঙ্গীয় ফোর্স।