স্টাফ রিপোর্টার : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরের মতলব দক্ষিণে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ৮ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। এ সময় বক্তব্য দেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।