স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬টি কলেজের এইচএসসি ফলাফল প্রকাশিত হয়েছে। ৬টি কলেজের পাসের হার ৯৪.৬৭%। এর মধ্যে মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দেয় ৩৮৩ জন পাস করেছে ৩৫৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। পাসের হার ৯৩.৭৩%। রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ থেকে মোট পরীক্ষা দেয় ২৫২ জন পাস করেছে ২৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৯৬.৮২%। নারায়ণপুর ডিগ্রি কলেজ থেকে মোট পরীক্ষা দেয় ২৬৬ জন পাস করেছে ২৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। পাসের হার ৯০.৯৭%। মুন্সীরহাট কলেজ থেকে মোট পরীক্ষা দেয় ২২২ জন পাস করেছে ২১০ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাসের হার ৯৪.৫৯%। ড. এম শামসুল হক মডেল কলেজ থেকে মোট পরীক্ষা দেয় ৩৬ জন পাস করেছে ৩৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ১০০%। কাচিয়ারা স্কুল এন্ড কলেজ থেকে মোট পরীক্ষা দেয় ১১৮ জন পাস করেছে ১১৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। পাসের হার ১০০%। এছাড়াও মতলব সরকারি ডিগ্রি কলেজের বিএম শাখার পাসের হার ৯৭.৭৫%। তবে মোট পরীক্ষা দেয় ৮৯ জন। এর মধ্যে পাস করেছে ৮৭ জন।
সবমিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবারের কলেজগুলোর ফলাফল অত্যন্ত সন্তোষজনক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।