স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ২৭ ডিসেম্বর মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যলয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানের সভাপতিত্বে বক্তব্য দেন মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ মোশারফ হোসেন, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ ছিদ্দিকুর রহমান। এছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য দেন। পরে প্রধান অতিথি বিজ্ঞান মেলায় ও বিজ্ঞান বিষয়ক বক্তৃতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।