স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেনি ৩৭৮ জন শিক্ষার্থী। ফরম পূরণ না করা শিক্ষার্থীর সংখ্যা দাড়িয়েছে ২৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার দ্বিগুণের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেনি। শিক্ষকরা জানান, করোনার কারণে আর্থিক সংকট ও দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার প্রভাবে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান জানান, এবারের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়েছে। মতলব সরকারি ডিগ্রি কলেজ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ, নারায়ণপুর ডিগ্রি কলেজ ও মুন্সীরহাট কলেজেও অনেক শিক্ষার্থী ফরম ফিলাপ করেনি। এর কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যা, অনেক শিক্ষার্থীর বিবাহ হয়ে যাওয়া, লেখাপড়া ছেড়ে দিয়ে অনেক কর্মক্ষেত্রে চলে যাওয়াসহ বিভিন্ন কারণ। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে চারটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয় ১ হাজার ৪৪১ শিক্ষার্থী। ফরম পূরণ করে ১ হাজার ৬৩ জন। ফরম পূরণ করেনি ৩৭৮ জন।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হয় ১ হাজার ১০০ শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৫৩ জন। ফরম পূরণ করেনি ৪৭ জন, যা ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর ৪ শতাংশের কিছু বেশি। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ হাজার ২৭০ জনের মধ্যে ফরম পূরণ করেনি ১৫১ জন। প্রায় ১২ শতাংশ শিক্ষার্থী ফরম পূরণ করেনি। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর ঝরে পড়ার হার দ্বিগুণের বেশি।
মতলব সরকারি ডিগ্রি কলেজের মানবিক শাখার শিক্ষার্থী জান্নাত আক্তার জানান, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে ফরম পূরণও করি নি।
নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী সোহরাব হোসেন জানান, অনেক দিন ধরে কলেজ বন্ধ। অপেক্ষা করতে করতে কিছুটা হতাশ হয়ে পড়ে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় লেখাপড়া ছেড়ে টুকটাক দোকানদারির কাজ করছি। এ জন্য এবার এইচএসসির ফরম পূরণ করেনি।
অভিভাবক নিধু ভূষণ দাস জানান, আমার মেয়ের এবার এইচএসসির ফরম ফিলাম করেছি অতিব কষ্টে। করোনার কারণে এখন আগের মতো ব্যবসা-বাণিজ্য নেই।
রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা খাতুন জানান, মেয়েদেরকে ফর্ম ফিলাপ করার জন্যে অনেক তাগিদ দিয়েছি। বিশেষ করে অভিভাবকদেরকেও বলেছি।