মতলব অফিস : মতলব দক্ষিণে ৪টি ইউনিয়নে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের প্রাধান্য লক্ষ্য করা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ৩৯টি কেন্দ্রে প্রায় ৩৪৮৭৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ৪টি ইউনিয়নের মধ্যে ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় মোঃ শহীদ প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
১নং নায়েওগাঁও উত্তর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান নৌকা প্রতীক পেয়েছে ৪হাজার ৪শত ৮০ ভোট, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ঘোড়া প্রতীক পেয়েছে ৪হাজার ৭শত ৯৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম হাতপাখা পেয়েছে ৮শত ৪০ ভোট।
২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান প্রার্থী আবদুস ছালাম মৃধা নৌকা প্রতীক পেয়েছে ৬হাজার ৪শত ৪৪ ভোট, স্বতন্ত্র নাছির আহমেদ অরুন ঘোড় প্রতীক পেয়েছে ৩ হাজার ৫৯ ভোট, মোঃ ওমর ফারুক মোটর সাইকেল প্রতীক পেয়েছে ২হাজার ৩শত ২৮ ভোট, মোঃ রতন আনারস প্রতীক পেয়েছে ১শত ৯৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন হাতপাখা প্রতীক পেয়েছে ১হাজার ৭শত ৮৩ ভোট।
৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা নৌকা প্রতীক পেয়েছে ৫হাজার ৩শত ৩০ ভোট, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ পাটোয়ারী আনারত প্রতীক পেয়েছে ৪হাজার ৭শত ৪০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনিসুর রহমান হাতপাখা পেয়েছে ৮শত ৭৫ ভোট।