স্টাফ রিপোর্টার : মতলব দক্ষিণ উপজেলা সদর পৌর নং ওয়ার্ডের মধ্য কলাদি হরিসভা মন্দিরের দেয়াল নির্মান কাজের উদ্ভোদন করা হয়েছে। বুধবার ১২ জানুয়ারি মধ্য কলাদি হরিসভা মন্দিরের দেয়াল নির্মান কাজের উদ্ভোদন করেন, মতলব পৌরসভার সদর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ভবোতষ সাহা, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, মতলব পৌর যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসান মৃধা, মধ্য কলাদি জামে মসজিদের সাধারণ সম্পাদক নাজমুল সরকার, মধ্য কলাদি হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক পিতোষ সাহা, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলী, মতলব পৌর যুবলীগ নেতা রাম বিশ্বাস, শরীফ উল্লাহ, হরিসভা মন্দিরের সদস্য সৈকত সাহা।