ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে স্থানীয় সরকারের সকল ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার কর্মসূচি অনুযায়ী ২ মার্চ উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আতম বোরহান উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহারসহ প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।

 

 

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ