ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে সাংবাদিক ফেডারেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে সাংবাদিক ফেডারেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কেক কাটা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও মাস্ক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। সাংবাদিক ফেডারেশনের সভাপতি গোলাম হায়দার মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, রোটারী ক্লাব অব মতলব-এর প্রেসিডেন্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাস। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা  শাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওঃ মোর্শেদুল আলম সিরাজী, সহকারী শিক্ষিকা লায়লা পারভিন,  শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সাবিদ, আরাফাত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পরে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ