ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক

৬৫ পিচ ইয়াবা ও গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবা ও ৫শ’ গ্রাম গাঁজাসহ পৃথক পৃথকভাবে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত ১৪ ফেব্রুয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার নির্দেশে থানার এসআই মোঃ আবুল ফজল, এএসআই মোঃ সামছুদ্দীন ভূঞা, মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার মধ্য নওগাঁও গ্রাম থেকে মোঃ মাহফুজুর রহমান সুজন (৩২) ও মোঃ রবিউল হোসেন কাকন (২৫)কে ৩০ পিচ ইয়াবাসহ আটক করে। অপর এক অভিযানে থানার এসআই মোঃ হাবিবুর রহমান, এএসআই তরুন কান্তি চাকমা, মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলা আধারা এলাকার লাল মিয়া প্রধানিয়া বাড়ির সামনের ব্রীজের উপর থেকে ৩৫ পিচ ইয়াবাসহ সুকেশ চন্দ্র (৪৯) কে আটক করে। এছাড়া অন্য এক অভিযানে থানায় এসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভানুরপাড় এলাকার আরিফের ঘর থেকে মোঃ আরিফুল ইসলাম (৩৩) কে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, মাদক মুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ৪ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ