ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামীর কুলখানি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনুর স্বামী মিল্টন চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মা মতলব বাজারস্থ নিজ বাসায় মরহুম মিল্টন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ কবির আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রধান, মতলব সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, আওয়ামী লীগ নেতা বাবুল মিয়াজী, মতলব পৌরসভার সাবেক কমিশনার মোঃ শাহ গিয়াস, মতলব পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী, যুবলীগ নেতা বশির চৌধুরী৷ পারভেজ দেওয়ান,মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক ও সাংবাদিক রোকনুজ্জামান রোকন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মতলব গঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মিরান হোসেন মিয়াজী প্রমুখ।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ